জনকন্ঠ সম্পাদক ও প্রকাশক আতিক উল্লাহ খান মাসুদ আর নেই।
আজ সোমবার (২২ মার্চ) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে প্রবীণ এই সাংবাদিকের বয়স হয়েছিল ৬৮ বছর।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আতিকউল্লাহ খান মাসুদ বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার আগেই মৃত্যু হয়েছে।