শুক্রবার, মে ৯, ২০২৫

আফগানিস্তানের নতুন কারিকুলাম ইসলামী শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি করা হবে : শিক্ষামন্ত্রী

spot_imgspot_img

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নতুন কারিকুলাম ইসলামী শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের ভিত্তিতে তৈরি করা হবে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী মাওলানা হাবিবুল্লাহ আগা।

তিনি বলেন, স্কুলের সিলেবাস পুনরায় পর্যালোচনা করা হবে। ইসলাম ও আফগান সংস্কৃতির বিরোধী সব বিষয় পুরোপুরি বাদ দেওয়া হবে।

শুক্রবার আফগানিস্তানে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানী কাবুলে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

মাওলানা হাবিবুল্লাহ আগাস্পষ্টভাবে জানান, “কারিকুলামে ইসলাম ও আফগান সংস্কৃতিবিরোধী যেসব বিষয় রয়েছে, তা আমরা বাদ দেব। কেউ মানুক বা না মানুক, আমরা এমন একটি কারিকুলামই তৈরি করব—যা ধর্মীয়, আধুনিক এবং আফগান সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।” অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর পাশাপাশি তালেবান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সূত্র : তোলো নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img