জুলাই বিপ্লবে শ্রমিকদের রক্ত বৃথা যেতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আব্দুল করিম।
তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ৫০ এর অধিক শ্রমিক শহীদ হলেও শ্রমিকদের বৈষম্য এখনও দূর হয়নি। শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২৫ হাজার টাকা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও ২৫ রমজানের মধ্যে বেতন বোনাস প্রদানসহ নানা দাবী আদায়ে শ্রমিক মজলিস কাজ করে যাচ্ছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক মজলিস চট্টগ্রাম মহানগরী শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল করিম বলেন, পতিত শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও শেখ হাসিনার দোসর শাহবাগী গোষ্ঠী এখনো তৎপর। তারা এখনো নানাভাবে দেশে প্রতিহিংসার বিষবাষ্প ছড়িয়ে বেড়াচ্ছে। এমতাবস্থায় শাহবাগী ষড়যন্ত্র রুখতে প্রশাসনকে কার্যকুর ভূমিকা পালনের আহ্বান জানান।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন ফের মাথাচাড়া দিয়ে ওঠতে না পারে এর জন্য আমাদেরকে ২৪ এর ঐক্য অটুট রাখতে হবে।
চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এ এস এম খুরশিদ আলম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি সামির উদ্দিন আল আমিন ও শ্রমিক মজলিসের অফিস ও প্রচার সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
ইফতার শেষে শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।