সোমবার, মার্চ ২৪, ২০২৫

খেলাফত ছাড়া সমাজে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়: বাংলাদেশ খেলাফত আন্দোলন

খেলাফত ব্যবস্থা ছাড়া বৈষম্য দূর ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি

তিনি বলেন, ৫৩ বছর পূর্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখনো দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি, খেলাফত পদ্ধতির শাসন ছাড়া বৈষম্য দূর হবে না ইনসাফ প্রতিষ্ঠা হবে না।

শুক্রবার (২১ মার্চ) বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সিদ্ধিরগঞ্জে একটি হোটেলে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি খেলাফত পদ্ধতির সরকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ করা আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সির সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতী এহতেশামুল হক কাসেমী উজানী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, জেলা সেক্রেটারি মাওলানা শেখ সাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি মুশফিকুর রহমান জামাল রশিদী প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img