২০২১ সালে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা শুরু করেছে পেন্টাগন। যার লক্ষ্য, বিশৃঙ্খল ভাবে সৈন্য প্রত্যাহারের ভুল ত্রুটি চিহ্নিত করা ও জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের দায়বদ্ধতা স্পষ্ট করা। কেননা মার্কিন সৈন্য প্রত্যাহারের ঠিক কয়েকদিন আগে কাবুল বিমানবন্দরে একটি আত্মঘাতী হামলায় ১৩ জন মার্কিন সৈন্য প্রাণ হারান। এই উদ্দেশ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।
মঙ্গলবার (২০ মে) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই তথ্য জানিয়েছেন।
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, “২০২১ সালের ২৬ আগস্ট প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন আফগানিস্তান থেকে মার্কিন সামরিক ও দূতাবাস কর্মকর্তাদের বিশৃঙ্খল প্রত্যাহার পরিচালনা করে, যার ফলে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাবে গেটে এক আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন মার্কিন সেনা সদস্য এবং ১৭০ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়।”
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন পলায়নে প্রশ্ন তুলেছে আফগানিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা।
রাজনৈতিক বিশ্লেষক হামিদউল্লাহ হোতাক বলেন, “যখন মার্কিন যুক্তরাষ্ট্র উন্নয়ন, স্বাধীনতা এবং আফগান সরকারের সমর্থনের নামে এসেছিল, তখন কেন তারা এমন দায়িত্বজ্ঞানহীন ও এমনভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল? এটি কেবল আফগান নয়, আমেরিকান জনগণও এখন এর উত্তর খুঁজছে।”
উল্লেখ্য, মার্কিন প্রতিরক্ষা বিভাগ এই বিশৃঙ্খল প্রত্যাহারের ঘটনায় দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে চাইছে।
সূত্র: তোলো নিউজ