বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

বিতর্কিত নারী সংস্কার কমিশনের মেয়াদ বাড়াল সরকার

spot_imgspot_img

ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক সুপারিশের অভিযোগে দেশজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মধ্যেই নারীবিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার (২০ মে) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

কাজ সম্পন্ন করার স্বার্থে কমিশনকে ৩১ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন হককে প্রধান করে নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছিল।

গত ১৯ এপ্রিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় নারীবিষয়ক সংস্কার কমিশন। প্রতিবেদনে ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক ও জনবিরোধী সুপারিশ করায় দেশজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তোওহিদী জনতা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img