ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রক্ত নয়, তার শিরায় টগবগ করে ফুটছে সিঁদুর।
বৃহস্পতিবার (২২ মে) রাজস্থানের পাবিস্তান সীমান্তবর্তী জেলা বিকানেরে এক জনসভায় তিনি এ কথা বলেন।
মোদি বলেন, যারা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের ‘মোক্ষম জবাব’ দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে। ৯টি সন্ত্রাসীঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, গোটা দেশ ও বিশ্বের শত্রুরা দেখেছে- যখন সিঁদুর বারুদের মতো জ্বলে ওঠে, তখন কী হয়। রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে।
তিনি আরও বলেন, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। পেহেলগামে গুলি চললেও, আঘাত লেগেছে ১৪০ কোটির হৃদয়ে। আমরা সন্ত্রাসের হৃদয়েই আঘাত করেছি। সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, আর ভারতীয় বাহিনী পাকিস্তানকে মাটিতে নামিয়ে এনেছে।