বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

দিনে মাত্র এক বেলা খেতে পারছি: ফিলিস্তিনি সাংবাদিক

spot_imgspot_img

গাজ্জাবাসী, বিশেষত শিশু ও চিকিৎসাকর্মীরা চরম অপুষ্টি ও ক্লান্তির মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী বিসান ওয়াদা।

মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ওয়াদা বলেন, ইসরাইল ৭৭ দিন ধরে গাজ্জায় খাদ্য প্রবেশে বাধা দিচ্ছে। আমি গত দুই সপ্তাহ থেকে দিনে মাত্র এক বেলা খেতে পারছি।

তিনি বলেন, ডাক্তার, নার্স, সিভিল ডিফেন্সের কর্মীরা—সবাই একই পরিস্থিতিতে বাঁচার চেষ্টা করছেন। আমরা অপুষ্টিতে ভুগছি, পরিবারগুলো বাস্তুচ্যুত, আর আমরা খালি হাতে ইসরাইলকে মোকাবেলা করছি।

তিনি আরও বলেন, আমরা শুধু বাঁচতে চাই। বিশ্ব আমাদের দিকে তাকাক—এই অবরোধ ও নিষ্ঠুরতা বন্ধ হোক। গাজ্জায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা জরুরি ভিত্তিতে পৌঁছানোই এখন একমাত্র আশা।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img