শনিবার | ৮ নভেম্বর | ২০২৫

হোয়াইট হাউজে যাচ্ছেন মার্কিনপন্থী আফগান প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী

আফগানিস্তানের মার্কিনপন্থী প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও প্রধান নির্বাহী আব্দাল্লাহ আব্দাল্লাহ, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য হোয়াইট হাউজে যাচ্ছেন। তাদের প্রথম মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বাদবাকি যুক্তরাষ্ট্র ও জোট সেনাদের প্রত্যহার কর্মসূচির পটভূমিতে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন তাদেরকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন এবং তাদের কাছে আফগানিস্তানের জন্য যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, কূটনৈতিক ও মানবিক সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন ও ড: আব্দাল্লাহর সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের স্থায়ী অংশীদারিত্বের গুরুত্ব বহন করে।

প্রেস সেক্রেটারি সাকি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন, আফগানিস্তানের চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে এবং আফগানিস্তানের বিবাদমান দলগুলিকে সংঘাত বন্ধে অর্থবহ আলোচনায় বসার আবেদন জানাচ্ছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img