রবিবার | ২ নভেম্বর | ২০২৫

২০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামসহ ২০ জেলায় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এ ছাড়া আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img