গাজ্জা উপত্যকায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সেনাদের গুলি চালানো এবং হত্যা করা পুরোপুরি অগ্রহণযোগ্য উল্লেখ করে ইসরাইলকে সতর্কবার্তা দিয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ’র পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান কাজা কালাস এই সতর্কবার্তা দিয়েছেন।
মঙ্গলবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরাইলের উদ্দেশে কাজা কালাস এই সতর্কবার্তা দেন।
তিনি লেখেন, “আমি আজ ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আমি তাকে গাজ্জায় সংঘাত ইস্যুতে ইইউ’র অবস্থান স্পষ্ট করে বলেছি যে গাজ্জায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের হত্যা করা বা তাদের লক্ষ্য করে গুলি চালানো একেবারেই অগ্রহণযোগ্য বলে বিবেচনা করি আমরা।”
তিনি আরও লেখেন, “ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে অবশ্যই ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করতে হবে। তা না হলে সব ধরনের বিকল্প আমাদের হাতে রয়েছে।”
সূত্র : আনাদোলু এজেন্সি









