ইইউ’র পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান কাজা কালাস গাজ্জা উপত্যকায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি সেনাদের গুলি চালানো এবং হত্যা করা পুরোপুরি অগ্রহণযোগ্য বলে সতর্কবার্তা দেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে। কাজা কালাসের এই বক্তব্যকে সমর্থন করে বার্তা দিয়েছেন ইইউ’র প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনও। তিনি বলেছেন, “গাজ্জার যে চিত্র আমরা দেখতে পাচ্ছি— তা রীতিমতো সহ্যের বাইরে।”
মঙ্গলবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি একথা বলেন।
তিনি বলেন, “গাজ্জার বেসামরিকরা অনেক দিন ধরে ভয়াবহ ভোগান্তির মধ্যে আছে। এটা এখন বন্ধ হওয়া উচিত।”
সূত্র : আনাদোলু এজেন্সি









