মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

আমেরিকায় বিমান বিধ্বস্ত; নিহত ৪

spot_imgspot_img

আমেরিকার লুজিয়ানা অঙ্গরাজ্যে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। টেক্সাসের একটি পশু চারণভূমিতে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে হিলটপ লেকের কাছে এই দুর্ঘটনা ঘটে।

টেক্সাস পাবলিক সেফটি অথরিটি জানিয়েছে, বিমানের আরোহীর সবাই নিহত হয়েছেন। ডেইলি ঈগল পত্রিকা এ খবর দিয়েছে।

লিওন কাউন্টের শেরিফ কেভিন এলিস পত্রিকাটিকে জানান, জরুরি অবতরণ করতে গিয়ে বিমানটি বিধ্বস্ত হয় তবে সে সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে রেডিও কন্টাক্ট ছিল।

বিমানটি অস্টিনের পশ্চিমে অবস্থিত হর্স সু বে রিসোর্ট থেকে উড্ডয়ন করেছিল এবং এটি লুইজিয়ানার ন্যাচিটোচেস যাচ্ছিল। আমেরিকান ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড জানিয়েছে দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img