দক্ষিণ লেবাননের বিনতে জবেইল শহরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর ড্রোন হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহত ওই তিন শিশু ও তাদের বাবা আমেরিকার নাগরিক ছিলেন। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি জানিয়েছেন, নিহত তিন শিশু হলো সেলিন, হাদি ও আসিল। এ হামলায় শিশুদের মা আহত হয়েছেন বলেও জানা যায়।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় আহত হয়েছেন আরও দুইজন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রবিবারের ওই হামলায় একটি মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়।