আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমানোর বিষয়ে আশ্বাস দিয়েছে ভারত।
মঙ্গলবার (২১ অক্টোবর) ওভাল অফিসে দীপাবলী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
ট্রাম্প বলেন, এই ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা হয়েছে। বাণিজ্যকে কেন্দ্র করেই হয়েছে বেশিরভাগ আলোচনা। সেইসাথে দাবি করেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমাবেন বলে তাকে আশ্বস্ত করেছেন মোদি।
উল্লেখ্য, এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন, ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না বলে নিশ্চিত করেছে তাকে। যদিও পরবর্তীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এমন কোনো কথা হয়নি দুই নেতার মধ্যে।