শুক্রবার | ২৩ জানুয়ারি | ২০২৬
spot_img

জুলাই পরবর্তী কার্যক্রম দেখে ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার আগে জুলাই-পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম মূল্যায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, কোন দল ও প্রার্থী জনগণের পক্ষে দাঁড়িয়েছে, কারা সংস্কার ও পরিবর্তনের পক্ষে বাস্তব ভূমিকা রেখেছে- তা বিবেচনায় নিয়েই ভোটের সিদ্ধান্ত নেওয়া উচিত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বার্তায় প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে এসব কথা বলেন জামায়াত আমির।

তিনি জানান আরও বলেন, আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ইনশাআল্লাহ, যা দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডা. শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচনে ভোটের দুটি তাৎপর্য রয়েছে। প্রথমত, দীর্ঘ ৫৪ বছরে গড়ে ওঠা দুর্নীতি ও দুঃশাসননির্ভর শাসনব্যবস্থার সংস্কারের পক্ষে একটি গণভোট। যারা প্রকৃত সংস্কার ও পরিবর্তন চান, তাদের গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানান তিনি। দ্বিতীয়ত, ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত এবং জনআকাঙ্ক্ষাভিত্তিক বাংলাদেশ গড়ার পক্ষে অবস্থান নেওয়া।

তিনি বলেন, যেসব ব্যক্তি ও গোষ্ঠীর সঙ্গে দুর্নীতি ও দুঃশাসনের সংশ্লিষ্টতা রয়েছে, তাদের প্রত্যাখ্যান করা উচিত। রাজনৈতিক দল হিসেবে সবারই ভোট চাওয়ার অধিকার আছে, তবে ভোট দেওয়ার ক্ষেত্রে অতীত নয়, বরং চব্বিশের জুলাইয়ের পর রাজনৈতিক দলগুলোর ভূমিকা ও আচরণ দেখলেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভোটাররা অবশ্যই নিজেদের পছন্দের প্রার্থী ও প্রতীক বেছে নেবেন। তবে মনে রাখতে হবে, ভোট শুধু ব্যক্তিগত অধিকার নয়; বরং দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য এটি একটি পবিত্র দায়িত্ব।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ