সোমবার, মে ১৯, ২০২৫

শৈত্যঝড়ে লণ্ডভণ্ড আমেরিকায় বাতিল ১৩শ’র বেশি ফ্লাইট

spot_imgspot_img

আমেরিকায় মিনেসোটা-সহ উত্তরাঞ্চলের নানা প্রান্তে শক্তিশালী শীতকালীন ঝড় বইছে। এর জেরে বুধবার রাত থেকে এক হাজার তিনশ’র বেশি ফ্লাইট বাতিল করল দেশটির একাধিক বিমান সংস্থা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টা থেকে আমেরিকার মোট ১৩২৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে শুধু ডেল্টা এয়ারলাইন্স এবং সাউথওয়েস্ট এয়ারলাইন্স কোম্পানি নামে দুটি বিমান সংস্থাই বাতিল করেছে ১০৩৫টি ফ্লাইট। আমেরিকার অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়াও বিদেশে যাওয়ার বিমানযাত্রাও বাতিল করেছে ওই সংস্থা দু’টি।

এছাড়াও ২০৩০টি ফ্লাইট বিলম্ব হয়েছে বলে জানা গেছে। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’ এসব তথ্য জানিয়েছে।

আমেরিকার আবহাওয়া দফতর জানায়, ইতোমধ্যেই উত্তরাঞ্চলের সমতলের কিছু অংশ, আপার মিডওয়েস্ট-সহ দেশটির বিভিন্ন রাজ্যে প্রতি ঘণ্টায় ২ ইঞ্জি পুরু বরফ পড়তে শুরু করেছে। সেই সঙ্গে বইছে ঝড়ো বাতাসও। দুর্যোগপূর্ণ এই আবহাওয়া বিমানযাত্রায় প্রভাব পড়বে।

সূত্র:রয়টার্স

সর্বশেষ

spot_img
spot_img
spot_img