তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর এবার ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূম্পিকম্প আঘাত হেনেছে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির পূর্বাঞ্চলের মুরগব এলাকায় শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। আমিরিকার ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা এ তথ্য জানিয়েছে।
এটি চীনের জিনজিয়াং প্রদেশের সীমান্তবর্তী মুরগব হচ্ছে কম জনবহুল এলাকা, যা পামির পর্বতমালা ও সারেজ হ্রদবেষ্টিত। সারেজ হ্রদটি তাজিকিস্তানের বড় হ্রদগুলোর মধ্যে একটি। ১৯১১ সালে ভূমিকম্পে এই হ্রদের উৎপত্তি।
তাজিকিস্তানের স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ২০.৫ কিলোমিটার।
জানা গেছে, আফগানিস্তান ও চীন সীমান্তের পূর্বাঞ্চলে আধা স্বায়ত্তশাসিত গোর্নো-বাদাখসান ভূমিকম্পের উৎপত্তিস্থল হতে পারে। ছোট পাহাড়ি শহর মারঘোব থেকে গোর্নো-বাদাখসানের দূরত্ব ৬৭ কিলোমিটার।
সূত্র: ওয়াশিংটন পোস্ট