মঙ্গলবার | ২৭ জানুয়ারি | ২০২৬
spot_img

২০ বছর লড়াই করেছি আলেমদের ফতোয়ার ভিত্তিতে, এখন কেন বাইরের কথা শুনবো? : মাওলানা খালিদ হানাফী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ বিষয়ক মন্ত্রী মাওলানা মোহাম্মদ খালিদ হানাফী বলেছেন, শরিয়াহ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আমাদের ধর্মীয় আলেমদের ওপর সম্পূর্ণ আস্থা রাখি। বাইরের শক্তির হস্তক্ষেপ আমরা কখনোই গ্রহণ করবো না।

তিনি বলেন, প্রত্যেক যুগে মতের পার্থক্য ছিল, তবে ইসলামিক শাসনের ঐক্য বজায় রাখা আমাদের দায়িত্ব।

মাওলানা মোহাম্মদ খালিদ হানাফী বলেন, আমাদের প্রতিশ্রুতিবদ্ধ জাতি ২০ বছর ধরে আমাদের আলেম ও শায়খদের ফতোয়ার ভিত্তিতে লড়াই করেছে। আজ ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য আমরা কেন বাইরের লোকদের কথা শুনবো? আমরা কখনো তা করবো না। আমরা আমাদের শায়খদের ওপর আস্থা রাখি।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ