আত্মহত্যা ও কিশোর অপরাধ বৃদ্ধি সম্পর্কে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা প্রতি জেলায় দু’জন করে কাউন্সিলরের পদ তৈরি করার জন্য চেষ্টা করছি। তিনি একজন বিশেষজ্ঞ হবেন। আমরা দুই লাখ শিক্ষককে কাউন্সিলিংয়ের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি। আমরা চাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দু’জন করে কাউন্সিলিং প্রশিক্ষণের শিক্ষক থাকবে।
বুধবার (২৩ মার্চ) দুপুরে খুলনা সার্কিট হাউজে জেলার স্কুল ও কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পৃথিবীর আর কোথাও বিনামূল্যে সকল মানুষ এত দ্রুততার সঙ্গে সকল ভ্যাকসিন পেয়েছে এটা বিরল। অনেক ধনী দেশ পর্যুদস্ত হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যার কারণেই এটা সম্ভব হয়েছে।









