সোমবার, মার্চ ২৪, ২০২৫

উম্মাহর সংকট উত্তরণে ইসলামী শক্তির ঐক্য জরুরি: ইসলামী যুবসমাজ

উম্মাহর সংকট উত্তরণে ইসলামী শক্তির ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী যুবসমাজের নেতারা।

শনিবার (২২ মার্চ) বিকালে ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা আয়োজিত “মুসলিম উম্মাহর সংকট উত্তরণে ইসলামী শক্তির ঐক্য ও কার্যকর পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

সভায় বক্তারা মুসলিম উম্মাহর সঙ্কট উত্তরণে যুবশক্তিকে নববী আদর্শের আলোয় সুসংগঠিত করতে বাংলাদেশ ইসলামী যুবসমাজের কর্মতৎপরতাকে বেগবান করার আহবান জানান। সেই সাথে মুসলিম উম্মাহর ওপর চরম আগ্রাসন বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্বসভার দৃষ্টি আকর্ষণ করেন এবং ইহুদী-নাসারা, কুফরী শক্তির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও তাদের পণ্য বর্জনের জোর দাবি জানান।

কক্সবাজার জেলা ইসলামী যুবসমাজের আহবায়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী যুবসমাজের প্রথম মহাসচিব,জেলা নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আ হ ম নুরুল কবির হিলালী।

মাওলানা আ হ ম নুরুল কবির হিলালী বলেন, বিশ্বময় মুসলিম উম্মাহ আজ চরম সঙ্কটে নিপতিত। ফিলিস্তিন, সিরিয়া, ভারত, কাশ্মীর, আরকান ও চীনের উইগুরসহ পৃথিবীর দেশে দেশে আজ মুসলমানেরা চরমভাবে নির্যাতিত, নিষ্পেষিত। প্রতিদিন বিশ্বের নানা প্রান্তে মুসলমানদের তাজা রক্ত ঝরছে। দীর্ঘ হচ্ছে শহীদী মিছিল। এ সঙ্কট উত্তরণে বিশ্বব্যাপী ইসলামী শক্তির সুসংহত ঐক্য ও কার্যকর পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি।

এতে আরও উপস্থিত ছিলেন, জেলা ইসলামী যুবসমাজের সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলীর, জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম সম্পাদক হাফেজ আমানুল হক আমান, মা’হাদ আন-নিবরাসের পরিচালক মাওলানা জিয়াউল হক, রামু উখিয়ারঘোনা তালিমুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ হাসান, জেলা নেজামে ইসলাম পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম. আলী আকবর, পৌর সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইউছুফ মক্কী, রাজারকুল ইউনিয়ন শাখার নায়েবে আমীর মাওলানা জাহেদ উল্লাহ আনছারী, দারুল ফুরকান কক্সবাজার’র পরিচালক মাওলানা কারী আশরাফুল মতিন মোহাম্মদ আসেম, মানবকল্যাণ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মাওলানা মিজানুর রহমান নূরী, উখিয়া মাদ্রাসাতুর রিসালাহর শিক্ষা সচিব মাওলানা সাঈদ হোসাইন, জেলা ইসলামী যুবসমাজের যুগ্ম আহবায়ক মুহাম্মদ আব্দুল হামিদ, জেলা সদস্য ও রামু উপজেলা যুগ্ম সমন্বয়কারী মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মহেশখালী উপজেলা সমন্বয়কারী মাওলানা নুরুল ইসলাম, সদর উপজেলা সমন্বয়কারী মাওলানা খাইরুল বশর, পৌর শাখার সমন্বয়কারী প্রকৌশলী শফিকুল ইসলাম, রামু উপজেলা শাখার মাওলানা আব্দুল করিম, হুমায়ুন কবির সোহেল, ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার পৌর আহবায়ক আহমদ ইয়াছিন, রামু উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ দেলোয়ার হোসাইন, ইসলামী যুবসমাজ কক্সবাজার সদর উপজেলার মাওলানা শহিদুল ইসলাম, পৌর শাখার মাওলানা ইউনুস আলী, হাফেজ হামিদ হোসাইন, মাওলানা মুহাম্মদ ইউনুস, জেলা ইসলামী ছাত্রসমাজের অর্থ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আশরাফ হোসাইন, পৌর শাখার নুরুর রহমান নাফিস, রামু উপজেলা প্রচার সম্পাদক ইমরান ফয়জী প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img