মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

জাতির ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: মুফতী শিহাবুদ্দীন

খেলাফত মজলিসের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা মুফতী শিহাব উদ্দীন বলেন, দেশে আজ কঠিন ক্রান্তিকাল চলছে। পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো দেশ ও মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা প্রত্যেকদিন চটকরে ঢুকে যাবে বলে পাশের দেশে বসে হুমকি দিচ্ছে।শহীদদের স্বজনরা এখনো তাদের স্মৃতি ভুলতে পারেন নাই। আহতরা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এ মুহূর্তে ফ্যাসিবদ ফেরানোর জন্য যারাই কথা বলবে তারাই মূলতঃ ফ্যাসিবাদের দোসর। এ সম্পর্কে দল ও মতের উর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এর মোকাবিলা করতে হবে। তাই ঐক্যের কোনো বিকল্প নেই।

শনিবার (২২মার্চ) খেলাফত মজলিস কক্সবাজার জেলার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল আলম আল মামুন (রহ.)-এর জীবনী আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার জেলা সভাপতি মুফতী আবু মুসার সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ আসনের সাবেক সাংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

লুৎফুর রহমান কাজল বলেন, মামুন ভাই আমার বন্ধু ছিলেন। তিনি বিগত সরকারের আমলে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের সাথে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আল্লাহ মামুন ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তিনি আরো বলেন, বিএনপি ঐক্যের ব্যাপারে সবসময় সোচ্চার। তিনি সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এতে আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা হাবিবুল্লাহ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট শায়খুল ইসলাম, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ তাহের,জেলা নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল খালেক নিজামী, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি হাফেজ মাওলানা নুরুল্লাহ জেহাদী সহ সভাপতি হাফেজ শহীদুল্লাহ্ মিয়াজী, জেলা সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী, কক্সবাজার হাশেমিয়া কামিল (এম এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা রহমত সালাম,খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার কামাল মঞ্জু,শায়খুল হাদীস মাওলানা হারুনুর রশীদ, জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, খেলাফত মজলিস কক্সবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মীর সিরাজুল মোস্তফা, শহীদুল্লাহ্ নাঈম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মঞ্জু, শহর সভাপতি হাফেজ ওমর ফারুক, হাফেজ মাওলানা সাজিদুর রহমান, মাওলানা ইউসুফ নাহিদ প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img