মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ; ইসরাইলকে থামাতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোন আলাপচারিতা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফোনালাপে ফিলিস্তিনে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যা থামাতে মুসলিম বিশ্বকে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

শনিবার (২২ মার্চ) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মাঝে ফোনালাপ হয়।

ফোনালাপে ইসরাইলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ ও জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

আরাগচি তার আলাপে ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চলমান সামরিক আগ্রাসনেরও নিন্দা জানান। যেখানে নিরপরাধ নারী ও শিশুদের মৃত্যু এবং দেশের অবকাঠামো ধ্বংস হচ্ছে। তিনি বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্বের ওপর জোর দেন। যেন তারা সহিংসতা ও দারিদ্র্যপীড়িত আরব উপদ্বীপ দেশ ইয়েমেনের মুসলিমদের সহায়তা করতে পারে।

এ সময় প্রিন্স ফারহান ইসরাইলি আগ্রাসনের নিন্দায় সৌদি আরবের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। সেই সেঙ্গে গাজ্জা সংকট উত্তরণ এবং চলমান উত্তেজনার বৃদ্ধি প্রতিরোধে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বয় এবং ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

সূত্র: মেহের নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img