শুক্রবার, মে ২৩, ২০২৫

ইসরাইলের সাথে বাণিজ্যে যেসব দেশ শীর্ষে; শীর্ষ ৫০ এ রয়েছে বাংলাদেশের নাম!

spot_imgspot_img

ইসরাইল ফিলিস্তিন দখল করে গড়ে উঠা অবৈধ রাষ্ট্র হলেও বাস্তবতা হলো বিশ্বের বহু দেশ সর্বাত্মক নিষেধাজ্ঞার পরিবর্তে তাদের সাথে বাণিজ্যিক ও অর্থনৈতিক, আবার কেউ এর পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। কিছু দেশ এই অবৈধ ও সন্ত্রাসবাদী রাষ্ট্রটির সাথে ‘সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তিতেও’ গিয়েছে।

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রটি বর্তমানে ফিলিস্তিনি গণহত্যায় মেতে আছে। বাড়িয়ে চলেছে দখলদারিত্ব, হত্যা ও ধ্বংসযজ্ঞের সীমা। তাদের এসব নৃশংসতা ও জঘন্য কর্মকাণ্ডে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে সরাসরি সমর্থন যুগিয়ে যাচ্ছে আমেরিকা, ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশ।

বৃহস্পতিবার (২২ মে) কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা অবৈধ রাষ্ট্রটির সাথে ক্রয়-বিক্রয় বাণিজ্যে যেসব দেশ শীর্ষে তার একটি তালিকা প্রকাশ করে। যেখানে ২০২৪ এর হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি ক্রয়কারী দেশের তালিকায় ১১৭টি ও সবচেয়ে বেশি বিক্রয়কারী দেশের তালিকায় ১৯২টি দেশের নাম পাওয়া যায়।

ইনসাফের পাঠকদের উদ্দেশ্যে তালিকার শীর্ষ ১৫টি দেশের নাম তুলে ধরা হলো –

ইসরাইলের কাছ থেকে ক্রয়ে যেসব দেশ শীর্ষে :

১. আমেরিকা – ১৭,৩৫৭. ৪১৬ মিলিয়ন ডলার

২. আয়ারল্যান্ড – ৩,২৬৩. ৩৪৫ মিলিয়ন ডলার

৩. চীন – ২,৮৫৮. ৭৪৫ মিলিয়ন ডলার

৪. নেদারল্যান্ডস – ২,৭৪৮. ২৩৯ মিলিয়ন ডলার

৫. জার্মানি – ২,৩৭৪. ২৩০ মিলিয়ন ডলার

৬. ভারত – ২,৩১৭. ৮৬৬ মিলিয়ন ডলার

৭. হংকং – ২,০১৩. ৬৪৮ মিলিয়ন ডলার

৮. যুক্তরাজ্য – ১,৫৭০. ৬৭৫ মিলিয়ন ডলার

৯. বেলজিয়াম – ১,৫১৪. ২০০ মিলিয়ন ডলার

১০. ফ্রান্স – ১,৪৩৪. ৬১৪ মিলিয়ন ডলার

১১. ইতালি – ১,২০৮. ৩৫৮ মিলিয়ন ডলার

১২. ব্রাজিল – ১,১৫৪. ২৮৬ মিলিয়ন ডলার

১৩. স্পেন – ৯৭৪. ৩৬৪ মিলিয়ন ডলার

১৪. দক্ষিণ কোরিয়া – ৯১৩. ১২২ মিলিয়ন ডলার

১৫. জাপান – ৯০১. ৩৬০ মিলিয়ন ডলার

এছাড়াও ক্রয়ে শীর্ষ দেশের তালিকার ১৯, ২২, ৩০,৩২, ৪৫, ৪৮, ৫৭, ৬০, ৬১, ৬৩, ৬৮, ৭০, ৭৪,৭৫, ৮৪, ১০৫ ও ১০৯ নাম্বারে যথাক্রমে রয়েছে মুসলিম দেশ তুরস্ক, আরব আমিরাত, মিশর, আজারবাইজান, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, আলবেনিয়া, উজবেকিস্তান, সেনেগাল, নাইজেরিয়া, ইথিওপিয়া, মালয়েশিয়া, বাহরাইন, বসনিয়া-হার্জেগোভিনা ও তুর্কেমেনিস্তানের নাম।

ইসরাইলের কাছে বিক্রয়ে যেসব দেশ শীর্ষে:

১. চীন – ১৯,০৯৭.৯৬২ মিলিয়ন ডলার

২. যুক্তরাষ্ট্র – ৯,৪৪৩.৬২৪ মিলিয়ন ডলার

৩. জার্মানি – ৫,৬২২.৮৮৮ মিলিয়ন ডলার

৪. ইতালি – ৩,৬২৭.৫৪৫ মিলিয়ন ডলার

৫. তুরস্ক – ২,৮৬৮.১০৯ মিলিয়ন ডলার

৬. রাশিয়া – ২,৩৭০.৫৬৫ মিলিয়ন ডলার

৭. ফ্রান্স – ২,২০৫.৮৭৭ মিলিয়ন ডলার

৮. দক্ষিণ কোরিয়া – ২,১৫০.১৮৮ মিলিয়ন ডলার

৯. ভারত – ২,০৭৭.১১০ মিলিয়ন ডলার

১০. স্পেন – ২,০৭৪.৪৫৩ মিলিয়ন ডলার

১১. যুক্তরাজ্য – ১,৯৬৭.০৬০ মিলিয়ন ডলার

১২. জাপান – ১,৯৪২.২৫৩ মিলিয়ন ডলার

১৩. নেদারল্যান্ডস – ১,৫৩২.০১০ মিলিয়ন ডলার

১৪. ভিয়েতনাম – ১,৪৫৪.৯৭৯ মিলিয়ন ডলার

১৫. সুইজারল্যান্ড – ১,৩৫৫.৭০০ মিলিয়ন ডলার

এছাড়াও বিক্রয়ে শীর্ষ দেশের তালিকার ২২, ৩০, ৩৪, ৪০, ৪২, ৪৫, ৫১,৬০, ৬৩, ৬৯, ৭০, ৭২, ৭৪, ৭৫, ৮২, ৮৬, ৯২, ৯৫, ৯৭, ১০১, ১১৬, ১২১, ১২৫, ১৩৩, ১৩৭, ১৩৮, ১৪১, ১৪২, ১৫০, ১৫৯, ১৭৭, নাম্বারে যথাক্রমে রয়েছে মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আরব আমিরাত, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ (২৬০.৪৭৬), জর্ডান, মরক্কো, ইথিওপিয়া, পাকিস্তান, আলজেরিয়া, আজারবাইজান, তিউনিসিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, উজবেকিস্তান, নাইজেরিয়া, কাজাখস্তান, বাহরাইন, আলবেনিয়া, সেনেগাল, চাদ, কিরগিজস্তান, নাইজার, মাউরিতিনিয়া, তুর্কেমেনিস্তান, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান, জিবুতি, মালি, ব্রুনাই, তাজিকিস্তান, সোমালিয়া ও মালদ্বীপের নাম।

তালিকায় ৪২ নাম্বারে থাকা বাংলাদেশ কর্তৃক ইসরাইলে পণ্য বিক্রয়ের পরিমাণ উল্লেখ করা হয়, ২৬০.৪৭৬ মিলিয়ন ডলার। বাংলাদেশের সাথে অবৈধ রাষ্ট্রটির কোনো ধরণের সম্পর্ক না থাকলেও ৩য় দেশ হয়ে এই বাণিজ্য পরিচালিত হয়েছে বলে জানা যায়।

১৩৭ নাম্বারে থাকা আফগানিস্তানের ক্ষেত্রে উল্লেখ করা হয়, ০.১৮৪ মিলিয়ন ডলার।

এছাড়া ৬৩ নাম্বারে থাকা উপমহাদেশের অপর মুসলিম দেশ পাকিস্তানের ক্ষেত্রে উল্লেখ করা হয়, ৫৬. ১৩৭ মিলিয়ন ডলার।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img