রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

এমইউ ইংলিশ সোসাইটি’র আয়োজনে ‘ঈদ আড্ডা’ অনুষ্ঠিত

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সংগঠন এম ইউ ইংলিশ সোসাইটি’র আয়োজনে ‘ঈদ আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) রাত সাড়ে আটটায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে এই আড্ডার আয়োজন করা হয়।

বিভাগের শিক্ষার্থী ও সোসাইটির সাধারণ সম্পাদক ফাইজা উদ্দিন ও দপ্তর সম্পাদক অর্পিতা ভৌমিকের সঞ্চালনায় আড্ডাটি পরিচালনা করেন এমইউ ইংলিশ সোসাইটির জ্যেষ্ঠ সহ-সভাপতি জ্যোতিপ্রকাশ দাশ তালুকদার নির্ঝর।

এম.এ. শিক্ষার্থী অয়ন চৌধুরী, বি এ (সম্মান)-এর শিক্ষার্থী বীথি চৌধুরী, অদিতি চৌধুরী শ্রেষ্ঠা, তনুশ্রী দে এবং সোসাইটির সহ-সভাপতি অভিষেক দেব এর গান অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। আড্ডা আরও প্রানবন্ত হয়ে ওঠে এম.এ. শিক্ষার্থী মালিহা আক্তারের স্বরচিত ইংরেজি কবিতা ও অর্পিতা ভৌমিকের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা আবৃত্তির মধ্য দিয়ে।সবাইকে নির্মল হাসির যোগান দেয় ফারজানা মুন্নি’র কৌতুক।

বিভাগীয় প্রধান অনিক বিশ্বাস, সহকারী অধ্যাপক স্নিগ্ধা দাস, সহকারী অধ্যাপক মোঃ জয়নুল ইসলাম, প্রভাষক সৈয়দ নাকিব সাদীসহ অন্যান্য শিক্ষকবৃন্দও আড্ডায় যোগ দেন।

আড্ডায় আরও উপস্থিত ছিলেন সোসাইটির সদ্য সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি নওশাদ রুহিত চৌধুরী ও সাবেক প্রচার সম্পাদক দেওয়ান আকিব চৌধুরী।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ