শুক্রবার, মে ৯, ২০২৫

আর্মেনিয়ান দখল থেকে আরও ২০ টি গ্রাম মুক্ত করেছে আজারবাইজান

spot_imgspot_img

ইনসাফ | সোহেল আহম্মেদ


আজারবাইজানের সেনাবাহিনী আর্মেনিয়ান দখল থেকে আরও ২০ টি গ্রাম এবং একটি বসতি মুক্ত করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ এক টুইটার পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ইলহাম আলিয়েভ বলেন, আজারবাইজানের গৌরবময় সেনাবাহিনী ফুজুলি জেলার মোল্লাভেলি, ইয়াক্সারি, রিফিডিনলি এবং আশাগি রেফিডিনলি গ্রাম এবং জাব্রাইল জেলার সিরিক, শিখলার, মেস্তেবেলেলি এবং ডারজিলি গ্রামকে আর্মেনিয়ান দখল থেকে মুক্ত করেছে। আজারবাইজানের সেনাবাহিনী দীর্ঘজীবী হোক। কারাবাখ আজারবাইজানের।

অন্য একটি টুইটার পোস্টে আলিয়েভ জানিয়েছিলেন, আজারবাইজানের সেনাবাহিনী কলুগিশ্লাগ, মালতকেশিন, কেন্ড জেনগিলান, জেনালিক, ভেলিগুলুবেইলি, গারাদেয়ার, চোপদ্রে, তাতার, তিরি, আমিরখানালি, গারগুলু, বারতাজ ও দেলেক্লি গ্রাম এবং জেগিলানের আগবেন্দ বন্দোবস্তকেও মুক্ত করেছে।

তিনি বলেন, অ্যাজবেন্ড বন্দোবস্তকে মুক্ত করার মাধ্যমে আজারবাইজান ও ইরানের মধ্যকার রাষ্ট্রীয় সীমানা পুরোপুরি সুরক্ষিত হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img