বৃহস্পতিবার | ২৩ অক্টোবর | ২০২৫

আমেরিকাকে আমরা একবারেই বিশ্বাস করি না: ইরানের গোয়েন্দা মন্ত্রী

আমেরিকাকে একবারেই বিশ্বাস করেন না- জানিয়ে ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাঈল খাতিব বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করা সম্ভব বলে ইরান একেবারেই বিশ্বাস করে না।

বুধবার (২২ অক্টোবর) পশ্চিম ইরানের চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইসমাঈল খাতিব বলেন, “আমাদের জাতীয় স্বার্থ রক্ষার দাবি করে আমেরিকা যেকোনো আলোচনায় বসুক না কেন, আমরা তাতে কোনো আস্থা রাখি না।”

খাতিবের মতে, আমেরিকা ইরানের সঙ্গে আলোচনার কথা বললেও, এর আড়ালে রয়েছে ‘ইরানি জাতির প্রতি গভীর ষড়যন্ত্র।’

তিনি উল্লেখ করেন, ওয়াশিংটন, ইসরাইলি শাসনব্যবস্থা ও তাদের অন্যান্য শত্রুরা ইরানে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একযোগে ষড়যন্ত্র চালিয়েছে; বিশেষ করে জুন মাসে ওয়াশিংটন ও তেল আবিবের চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধে।

গোয়েন্দা মন্ত্রী বলেন, এই উসকানিমূলক আগ্রাসনের আগে বহু বছর ধরে শত্রুরা প্রচারণার মাধ্যমে ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, বিশ্বজনমতকে ইরানের বিরুদ্ধে উস্কে দিয়েছে এবং জনগণকে ইসলামি বিপ্লব থেকে দূরে সরাতে চেয়েছে।

এই যুদ্ধে পশ্চিমা প্রযুক্তি ও যুদ্ধকৌশল ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ ‘হাইব্রিড অপারেশন’ চালানোর চেষ্টা হয়েছিল বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ইরানবিরোধী ষড়যন্ত্রে ৫০টিরও বেশি বিদেশি গোয়েন্দা সংস্থা অংশ নেয়।

তার মতে, আমেরিকার সহায়তায় ইসরাইল যেভাবে গাজ্জা ও লেবাননে আগ্রাসন চালিয়েছে, তা তাদের তথাকথিত ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতিকে সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণ করেছে।

তিনি বলেন, “এখন পুরো বিশ্ব বুঝে গেছে এই অপরাধীদের কাছে ‘শক্তির মাধ্যমে শান্তি’-এর প্রকৃত অর্থ কী, এটি আসলে ‘অপরাধের মাধ্যমে বশ্যতা’।”

তবে খাতিব প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কৌশলগত নেতৃত্ব, ইরানের সশস্ত্র বাহিনীর সফল প্রতিরক্ষা ও পাল্টা অভিযান এবং দেশের সর্বস্তরের ঐক্যের, যার ফলে এই হাইব্রিড যুদ্ধ ব্যর্থ হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img