ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, বরিশাল সদর (বরিশাল-৫) আসনটি আমাদের আমিরের আসন। এখানে আমাদের জন্ম, দাদার জন্ম, বাবার জন্ম। এটি অবশ্যই আমাদের থাকবে। এটি অন্যরা চাওয়ার তো প্রশ্নই আসে না। আমি কী ডা. শফিকুর রহমানের আসনটি চাইতে পারি? না সেটা সম্ভব না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, জামায়াতসহ সমমনা ৮ দলের আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে। দুই-এক দিনের মধ্যে চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। যে আসনে যে দলের শক্ত অবস্থান, সেই আসন সেই দলকেই দেওয়া হবে। তাছাড়া দলভিত্তিক আসন বণ্টন করা হবে। সেখানে যে দল যে আসন পাবে তারা সেখানে প্রার্থী সিলেক্ট করবে। দল চাইলে আমি বরিশাল ৫ ও ৬ দুটি আসনে নির্বাচন করতে প্রস্তুত আছি।
তিনি বলেন, এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। তাই সরকারকে আরও কঠোর হতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। যারা ত্রাস করতে চায় এবং হুমকি ধমকি দেবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেই কেবল সুষ্ঠু নির্বাচন সম্ভব। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ফয়জুল করীম।
এ সময় তার সাথে ইসলামী আন্দোলনের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











