বুধবার | ২৪ ডিসেম্বর | ২০২৫
spot_img

১৫০ আসনের দাবি শোনা কথা, যে যেখানে জয়ের সম্ভাবনা বেশি তাকেই সিট দেওয়া হবে : মুফতি ফয়জুল করিম

৮ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৫০ আসন চাওয়ার বিষয়টি ‘শোনা কথা’ বলে মন্তব্য করেছেন দলের নায়েবে আমীর মুফতি ফয়জুল করিম। তিনি বলেন, “যে যেখানে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি, তাকে সেখানেই দেব। পিরোজপুর মাওলানা সাইদির আসন ছেড়ে দেব। যেখানে জামায়াত শক্তিশালী, সেখানে আমরা ছেড়ে দেব।”

সমঝোতা হলে বরিশাল এবং বাকেরগঞ্জের দুই আসনেই নির্বাচন করবেন কি না, সেটি দলের সিদ্ধান্ত বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি ফয়জুল করিম।

মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আসন সমঝোতার প্রশ্নে তিনি আরও বলেন, “এটি প্রায় চূড়ান্ত। দু-একদিনের মধ্যে ঘোষণা হবে। আমি একটি দলের নায়েবে আমীর। বরিশালের সিট কার, তা বলার দরকার পড়ে না। জোট হলে অবশ্যই আমাদের ছেড়ে দেবে। নায়েবে আমীরের এলাকার সিটই যদি নায়েবে আমীর না পায়, তবে আর জোট কিসের? এবং এটা ঔদ্ধত্যমূলক প্রশ্ন।”

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন নাইস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি মাওলানা সৈয়দ নাসির উদ্দিন কাওছার, মহানগরের নির্বাহী সদস্য মাস্টার আব্দুল হালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img