সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

আমেরিকায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি

spot_imgspot_img

আমেরিকায় আগামী ৪ বছরে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ ও বাণিজ্যের পরিকল্পনা গ্রহণ করেছে সৌদি আরব।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, ২য় মেয়াদে আমেরিকার দায়িত্ব গ্রহণ করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আজ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। সৌদি যুবরাজ এসময় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ট্রাম্পকে অভিনন্দন জানান। দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ইস্যু ও উন্নয়ন নিয়ে আলাপ করেন। আলোচনা হয় মধ্যপ্রাচ্যের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতায় পারস্পরিক সহযোগিতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা বৃদ্ধির।

এছাড়াও সৌদি যুবরাজ ট্রাম্পকে আমেরিকায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ ও বাণিজ্যের পরিকল্পনার কথা জানান, যা আগামী ৪ বছরে করা হবে।

সংবাদমাধ্যমে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ ও বাণিজ্যের পরিকল্পনার কথা জানানো হলেও এর ধরণ ও প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

এর আগের মেয়াদে (২০১৭-২০২১) প্রথমবারের মতো সৌদি সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর সফরের অগ্রাধিকার প্রথার বিরুদ্ধে যাওয়া তিনিই সর্বপ্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি সৌদি সফর করেছিলেন। করেছিলেন সৌদির সাথে বিশাল অংকের বিনিয়োগ, বাণিজ্য ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি। বলেছিলেন, সৌদি যদি ৫০০ বিলিয়ন ডলারের উপর আমেরিকান পণ্য কিনতে সম্মত হয় তবে আবার সৌদি সফরে আসবেন তিনি।

সূত্র: আনাদোলু

সর্বশেষ

spot_img
spot_img
spot_img