তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানে আক্রমণের সুযোগ খুঁজছে ইসরাইল। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ অঞ্চলটিকে আরো অস্থিতিশীল করতে পারে।
শুক্রবার (২৪ জানুয়ারি) একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ফিদান বলেন, ‘আমি আশা করি তারা ভিন্ন পথ খুঁজে পাবে। কিন্তু বাস্তবতা হলো, ইসরাইল বিশেষ করে ইরানে আক্রমণ করার সুযোগ খুঁজছে।’
তার এই পর্যবেক্ষণ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কি না, সে বিষযে ফিদান বলেন, ইসরাইল বিশেষভাবে এমন একটি সুযোগ খুঁজছে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সম্প্রতি ইরান সফরকালে দেশটির কর্মকর্তাদের কাছে সরাসরি এই উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনি জানেন, একজন প্রকৃত বন্ধু তিক্ত সত্য কথা বলে।’
এর আগে বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ রজব তাইয়্যেব এরদোগান ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করে বলেন, তুরস্ক ইরানে যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে এবং প্রতিবেশী দেশটির শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়।











