শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

বাংলাদেশে একাধিক গার্মেন্টস পরিদর্শন করলেন আফগান শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাওলানা আহমদুল্লাহ জাহেদ বাংলাদেশে একাধিক পোশাক কারখানা পরিদর্শন করেছেন।

আজ শনিবার (২৪ জানুয়ারি) তিনি গার্মেন্টস পরিদর্শন করেন।

আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে আফগানিস্তানের তুলা রপ্তানি এবং দুই দেশের মধ্যে টেকসই বাণিজ্য সম্প্রসারণ নিয়ে সর্বাঙ্গীণ আলোচনা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশের টেক্সটাইল উৎপাদনকারী ও রপ্তানিকারক সমিতি আফগানিস্তানের তুলা সংগ্রহ এবং টেকসই বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে সন্তুষ্টি ও আগ্রহ প্রকাশ করেছে।

মাওলানা আহমদুল্লাহ জাহেদ বলেন, আফগানিস্তানে উচ্চমানের প্রাকৃতিক তুলা রয়েছে। এই তুলার প্রক্রিয়াজাতকরণ ও মানোন্নয়নে বিনিয়োগ করা হলে তা আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

এছাড়া তিনি বাংলাদেশি ব্যবসায়ী ও কারখানার মালিকদের প্রতি আহ্বান জানান, যেন তারা আফগান ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং যৌথ সহযোগিতার মাধ্যমে উভয় পক্ষের জন্য লাভজনক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলেন।

সূত্র: আরটিএ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ