শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

মাওলানা মাহমুদুল হাসান ও মুফতী ওয়াক্কাসের রোগমুক্তির জন্য নতুনবাগ মাদরাসায় দুআ

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের (বেফাক) সভাপতি,হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান ‌এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান, সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতী মুহাম্মদ ওয়াক্কাসের রোগ মুক্তি কামনায় দোআ অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (২৪ মার্চ) বাদ ফজর জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসার মসজিদে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা মাহমুদুল হাসান ও মুফতী মুহাম্মদ ওয়াক্কাসসহ সকল রোগীদের সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

এতে আরো অংশগ্রহণ করেন, মুফতী ওয়াক্কাস সাহেবের ছেলে মুফতী রশিদ বিন ওয়াক্কাস, মাদরাসার নায়েবে মুহতামিম মুফতী নাসির উদ্দিন, মুফতী কামরুল হাসান, যশোরের মুফতী কামরুজ্জামান কাসেমী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতী আম্মার আহমদ, মুফতী নুরুল্লাহসহ মাদরাসার ছাত্র-শিক্ষক ও সাধারণ মুসল্লিগণ দোয়ায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মাওলানা মাহমুদুল হাসান বাসায় চিকিৎসা নিচ্ছেন। সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতী মুহাম্মদ ওয়াক্কাস সাহেবের স্বাস্থ্যের অবনতি হওয়ায় গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে রাজধানীর মহাখালীস্থ শেখ রাসেল মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img