শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

আগামীকাল বৃহস্পতিবার সমমনা ইসলামী দল সমুহের বিক্ষোভ সমাবেশ

ভারতের গুজরাটে মুসলিম হত্যার খলনায়ক নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে আগামী কাল ২৫ মার্চ বৃহস্পতিবার, বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে সমমনা ইসলামী দল সমুহ।

আজ ২৪ মার্চ বুধবার বিকাল ৩টায় সমমনা ইসলামী দল সমুহের এক জরুরী বৈঠকে এ ঘোষণা প্রদান করা হয়।

সমমনা ইসলামী দল সমুহের সমন্বয়কারী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সমমনা ইসলামী দল সমুহের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড আহমেদ আব্দুল কাদের, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈসা শাহেদী,খেলাফত মজলিসের নায়বে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহসচিব মাওলানা মুফতি মুনির হোছাইন কাসেমী , বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন,মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট জনাব নজরুল ইসলাম, ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান,জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল,খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেনের মিয়াজী,জমিয়তের অফিস সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়ঘরী, ইসলামী ঐক্য আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ মাওলানা আবু বকর ছিদ্দিক প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img