শনিবার, মে ২৪, ২০২৫

গাজ্জায় এক চিকিৎসকের ১০ সন্তানের ৯ জনকে হত্যা করলো ইসরাইল

spot_imgspot_img

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় এক নারী চিকিৎসকের বাড়িতে বর্বর হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে ওই নারী চিকিৎসকের ১০ সন্তানের ৯ জনকেই হত্যা করেছে ইসরাইল। এছাড়া তার আরেক সন্তান ও স্বামী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ মে) গাজ্জার খান ইউনিসে এই ভয়াবহ হামলা চালায় ইসরাইল।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপ থেকে ওই নারী চিকিৎসকের ছোট ছোট সন্তানদের মরদেহ বের করে নিয়ে আসা হচ্ছে। যেগুলো হামলার তীব্রতায় পুড়ে গেছে। গতকাল শুক্রবার ইসরাইলি হামলায় গাজ্জায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হন। যার মধ্যে এই ৯ জনও আছে।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডাক্তার মুনির আলবোরস জানিয়েছেন, ওই নারী চিকিৎসককে তার স্বামী তার কর্মক্ষেত্রে গিয়ে দিয়ে আসেন। এরপর তিনি বাড়ি ফিরে যান। তিনি বাড়িতে ঢোকার কয়েক মিনিট পরই ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইল।

ব্রিটিশ চিকিৎসক গ্রুম জানিয়েছেন, ওই নারীর স্বামীও চিকিৎসক ছিলেন এবং তিনি হামাস বা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এছাড়া সামাজিক মাধ্যমেও তিনি লেখালেখি করতেন না।

সূত্র : বিবিসি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img