দেশের প্রথম ইসলামী ধারার অনলাইন পত্রিকা ‘ইনসাফ’-এর প্রকাশক হিসেবে দায়িত্ব নিয়েছেন মুহাম্মাদ আরিফ মুসতাহসান।
২০১৪ সালে ইনসাফ প্রতিষ্ঠার পর থেকে প্রকাশকের দায়িত্ব পালন করছিলেন পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার। তবে চলতি বছরের মার্চ মাসে “স্ট্যান্ড ফর ইনসাফ” নামে একটি স্বেচ্ছাসেবী ট্রাস্ট গঠন করে পত্রিকার মালিকানা ও প্রকাশনার পূর্ণ দায়িত্ব ট্রাস্টের হাতে তুলে দেন তিনি।
আজ শনিবার (২৪ মে) ট্রাস্ট কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মুহাম্মাদ আরিফ মুসতাহসানকে নতুন প্রকাশক হিসেবে দায়িত্বভার গ্রহণের অনুমোদন দেওয়া হয়।
২০১৭ সাল থেকে ইনসাফের সঙ্গে যুক্ত রয়েছেন মুহাম্মাদ আরিফ মুসতাহসান। এর আগে তিনি পত্রিকাটির সহযোগী সম্পাদক ও প্রধান ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।