শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫

আগাম সতর্ক করায় ইরানকে ধন্যবাদ: ট্রাম্প

কাতারের মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানোর আগে সতর্ক করায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৩ জুন) দিবাগত রাতে এ হামলা চালানোর পর সামাজিকমাধ্যম ট্রুথে এক বার্তায় ইরানকে ধন্যবাদ জানান ট্রাম্প।

ট্রাম্প লিখেছেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের পর আনুষ্ঠানিকভাবে খুবই দুর্বল প্রতিক্রিয়া দেখিয়েছে তারা, যা আমরা আশা করেছিলাম এবং খুব কার্যকরভাবে এর জবাব দিয়েছে। ১৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে – ১৩টি ভূপাতিত করা হয়েছে এবং ১টি ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ এটি হুমকিহীন দিকে যাচ্ছিল।

তিনি লিখেন, আমি আনন্দের সাথে জানাচ্ছি যে কোনো আমেরিকানের ক্ষতি হয়নি এবং ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে। আশা করা যায়, আর কোনও ঘৃণা থাকবে না। আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই, হামলা সম্পর্কে আমাদের আগে থেকেই অবহিত করার জন্য, যার ফলে কোনো প্রাণহানি এবং কেউ আহত হননি।

তিনি আরও লিখেন, সম্ভবত ইরান এখন এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির দিকে এগিয়ে যেতে পারে এবং আমি ইসরাইলকে একই দিকে যেতে উৎসাহিত করব।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img