শুক্রবার, মে ২৩, ২০২৫

সরকারের অযোগ্যতার কারণেই করোনা সংক্রমণে আজ জনজীবন বিপন্ন: মির্জা ফখরুল

spot_imgspot_img

সরকারের উদাসীনতা ও অযোগ্যতার কারণেই করোনা সংক্রমণে জনজীবন বিপন্ন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৪ জুলাই) ঈদের নামাজ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন- এই দোয়া করেছি যে, ভয়াবহ মহামারি যা সারাবিশ্বে গোটা মানবজাতিকে বিপন্ন করে ফেলেছে আল্লাহতায়ালা যেন তা থেকে রক্ষা করেন। এই দেশের মানুষকে ক্ষমা করেন এবং এই ভয়াবহ মহামারি থেকে তাদের মুক্ত করেন। ঈদ উদযাপন প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন একটা সময় আমরা ঈদুল আজহা উদযাপন করছি, যখন আমাদের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যিনি সারাজীবন ত্যাগস্বীকার করে এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, গণতন্ত্রের জন্য কাজ করেছেন, তিনি আজ কারারুদ্ধ হয়ে আছেন অসুস্থাবস্থায়।

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশান্তরী হয়ে নির্বাসিত অবস্থায় আছেন। লাখ লাখ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হচ্ছে, গুম হয়ে যাচ্ছে। দেশে কোনো গণতন্ত্র নেই। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img