বৃহস্পতিবার | ৩০ অক্টোবর | ২০২৫

ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছে

ভারত-ব্রিটেনের মধ্যে আনুষ্ঠানিকভাবে মুক্ত বাণিজ্য চুক্তি সই হয়েছে। এ সময় লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠক করেন। চুক্তিতে সই করেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, এই চুক্তি ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের সবচেয়ে বড় অর্জন। এটি প্রমাণ করে যে, ব্রিটেন ব্যবসার জন্য প্রস্তুত।

কিয়ার স্টারমার আরও বলেন, ভারতের সঙ্গে এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তি যুক্তরাজ্যের জন্য একটি বড় বিজয়। এটি দেশজুড়ে হাজার হাজার চাকরি সৃষ্টি করবে, ব্যবসার জন্য নতুন সুযোগ খুলে দেবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। এটা আমাদের ‘প্ল্যান ফর চেঞ্জ’-এর একটি বড় ধাপ।

ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, এই চুক্তি আমাদের দুই দেশের জন্যই লাভজনক। ভারতীয় পণ্য যেমন যুক্তরাজ্যে সহজে যাবে, তেমনি ব্রিটিশ পণ্য ভারতেও সস্তায় মিলবে।

চুক্তির অংশ হিসেবে ২৬টি ব্রিটিশ কোম্পানি ভারতে নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

এই চুক্তি দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করবে এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞদের মত।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img