শনিবার, মে ১০, ২০২৫

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্রবধুর ইন্তেকালে ডা. ইরানের শোক

spot_imgspot_img

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জ্যেষ্ঠ পুত্র মরহুম রাফিক বিন সাঈদীর স্ত্রী সাইয়েদা সুমাইয়া বুলবুল সাঈদী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-২ ভান্ডারিয়া কাউখালী জিয়ানগর আসনের ধানের শীষের সাবেক এমপি প্রার্থী ও লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

সোমবার (২৪ আগস্ট) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তি‌নি ব‌লেন, মহান আল্লাহ তায়ালা মরহুমা সুমাইয়া বুলবুল‌কে জান্না‌তের মেহমান হিসা‌বে কবুল করুন। তিনি যে ২ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে গেলেন, দুআ করছি মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদের অভিভাবক হয়ে যান। শোকার্ত সন্তানসহ প‌রিবারবর্গকে ধৈর্য ধারন করার তৌ‌ফিক দান করুন। আমীন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img