বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় হাজিরার জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এ দিন ধার্য করেন। গত ১০ আগস্ট এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ছিল। করোনা সংক্রমণ রোধে লকডাউন চলায় আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। যে কারণে মামলার কার্যক্রম স্থগিত ছিল। এখন আদালতের কার্যক্রম স্বাভাবিক শুরু হওয়ার আদালত নতুন তারিখ নির্ধারণ করেছে।
২০১৫ সালে বিএনপির হরতাল চলাকালে নাশকতার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে দারুস সালাম থানায় আটটি ও যাত্রাবাড়ী থানায় দুইটি মামলা করে। পরের বছর পুলিশ খালেদা জিয়াসহ বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। এর বাইরে এক ব্যক্তি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।
খালেদা জিয়া ছাড়া এসব মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।