২০২৪-এর গণঅভ্যুত্থান, বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) স্থানীয় সময় বিকাল ৫টায় রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ারে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তার বক্তব্য শুরুর আগে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।