মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

সোমালিয়াতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় আত্মঘাতী ট্রাক বোমা হামলায় নিরাপত্তা কর্মীসহ অন্তত ১৮ জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে মধ্য সোমালিয়ার বেলেডওয়েন শহরে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে।

সোমালিয়া পুলিশের মুখপাত্র সাদিক আদেন গনমাধ্যমকে জানান, বেলেডওয়েন শহরের একটি চেকপোস্টে বিস্ফোরকবোঝাই ট্রাকের মাধ্যমে এ হামলা চালানো হয়েছে। যেখানে পুলিশের ৭ জন কর্মকর্তাসহ মোট ১৮ জন নিহত হয়েছে।

তিনি জানান, যেসব সাধারন নাগরিক আহত হয়েছে তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নূর হাওয়াদ নামে এক বাসিন্দা গনমাধ্যমকে জানান, এই শহরে সাম্প্রতিক সময়ের মধ্যে ঘটা সবচেয়ে বড় বিস্ফোরণ ছিল এটি। যা কয়েক ডজন দোকান ও বাসস্থান ধ্বংসস্তূপে পরিণত করেছে।

এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী। তবে দেশটিতে বেশিরভাগ সময় এ ধরণের হামলা চালায় আল-শাবাব গোষ্ঠী।

উল্লেখ্য; সোমালিয়ার মধ্যপ্রদেশে অবস্থিত হিরান অঞ্চলের রাজধানী শহর বেলেডওয়েন। যেটি সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ৩৪১ কিলোমিটার দূরে অবস্থিত।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img