২৪ এর গণঅভ্যুত্থানে হাজারও মানুষকে হত্যাকারী আওয়ামী লীগ আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, বিচারিক প্রক্রিয়ায় তাদের দল হিসেবে বিচার হবে এবং নিষিদ্ধ হতে হবে। বিপ্লবের জন্য যারা লড়াই করেছে, যারা আন্দোলনের পক্ষে ছিল তারা এবং ছাত্রজনতা ও ফ্যাসিস্ট একসঙ্গে কোনোদিন কোনো দেশের রাজনৈতিক কাঠামোতে কাজ করতে পারে না। কেউ যদি মনে মনেও চিন্তা করেন আওয়ামী লীগ ও তাদের দোসরদের আপনারা বিরোধীদল বানাবেন বা গুরুত্বপূর্ণ জায়গায় এনে অন্য কোনো দেশ বা এজেন্সির সঙ্গে ভেতরে ভেতরে সমঝোতা করবেন তাদের জনগণ বয়কট করবে। আপনারা এই চিন্তা বন্ধ করেন।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এনসিপি সুনামগঞ্জ জেলা ও উপজেলার কমিটির সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা জনগণের বিশ্বাসঘাতকতার সামিল হবে। আর জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। বাংলাদেশে যারা রাজনীতি করতে চান তাদের স্পষ্ট করে বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। ভারতের আশীর্বাদপুষ্ট হয়ে কেউ ক্ষমতায় বসতে পারবে না। কোনো রাজনৈতিক দলকে ছোট করে, টিটকারি করে তাদের পরিণতি আগামীর বাংলাদেশে ভালো হবে না।
তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। আমরা জানিয়েছি, সুনামগঞ্জের যারা জুলাই এবং তার পূর্বে বিভিন্ন ধরনের অন্যায়-অপকর্মে জড়িত ছিল তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। কোনো নেতার সুপারিশে যাতে কোনো নিরপরাধ মানুষকে হয়রানি না করা হয়, আবার কোনো অপরাধী যাতে পার না পায়। আমরা স্পষ্টভাবে বলেছি, সুনামগঞ্জ জেলায় মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে, এটা যাতে আমরা না শুনি।