শনিবার, মে ১৭, ২০২৫

ট্রাম্প বললেন, সৌদি আরব সহ পাঁচ দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী

spot_imgspot_img

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবসহ আরও পাঁচটি দেশ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে।

শুক্রবার (২৩ অক্টোবর) আমেরিকার উদ্যোগে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও সুদান সম্পর্ক স্বাভাবিক করতে তথাকথিত শান্তিচুক্তি স্বাক্ষরের পর তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসির।

ক্ষমতায় আসার পর থেকেই আরব দেশগুলোর সঙ্গে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার নানা উদ্যোগ নেয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উদ্যোগে ফিলিস্তিনের সাথে বিশ্বাসঘাতকতা করে প্রথমেই ইহুদীবাদী ইসরাইলকে স্বীকৃতি দেয় আরব আমিরাত। এরপর বাহরাইনও একই পথে হাঁটে।

গত শুক্রবার (২৩ অক্টোবর) আরেক বিশ্বাসঘাতক হিসেবে সুদানের প্রকাশ ঘটে ট্রাম্পের বক্তব্যের মাধ্যমেই। অবশ্য একই দিন সুদানের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতির বিষয়টি জানানো হয়।

সুদানের অন্তর্বর্তী প্রশাসন এ ধরনের চুক্তি করার এখতিয়ার রাখেন না কিনা, তা এখনও স্পষ্ট নয়। দেশটিতে বর্তমানে অন্তর্র্বর্তী প্রশাসন দেশ চালাচ্ছে এবং ২০২২ সাল পর্যন্ত সুদান পার্লামেন্টবিহীন থাকবে।

২০২২ সালে জাতীয় নির্বাচন আয়োজনের কথা রয়েছে ক্ষুদা ও দারিদ্র্যপীড়িত সুদানে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img