শুক্রবার, মে ৯, ২০২৫

দেশের পাঁচ কোটি মানুষের মাথাপিছু আয় পাঁচ হাজার ডলার : তথ্যমন্ত্রী

spot_imgspot_img

বর্তমানে দেশের পাঁচ কোটি মানুষের মাথাপিছু আয় এখন পাঁচ হাজার ডলার বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পাশাপাশি আগামী এক দশকে এই সংখ্যা সাত কোটি ছাড়িয়ে যাবে বলেও জানান তিনি।

সোমবার (২৪ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ওপেরা বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, মাথাপিছু আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ে। সেখানে আমাদের মাথাপিছু আয় শুধু দ্রুত বৃদ্ধিই পাচ্ছে না, প্রায় পাঁচ কোটি মানুষের মাথাপিছু আয় এখন পাঁচ হাজার মার্কিন ডলার। আগামী এক দশকে এই সংখ্যা সাত কোটি ছাড়িয়ে যাবে।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ সকল ক্ষেত্রে অভাবনীয় প্রবৃদ্ধি অর্জন করেছে। অবকাঠামোগত সুবিধা, সমুদ্রবন্দর, নদীবন্দর, আন্তদেশীয় রেল ও সড়ক যোগাযোগসহ নানা কারণে বাংলাদেশ আজ সবচেয়ে বিনিয়োগবান্ধব এবং সম্ভাবনার দেশ’ এ সময় বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট পিয়েরে জিন মালগুয়েরেস।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img