বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

তুরস্কে সন্ত্রাসী হামলার নিন্দা জানালো পুতিন

তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থার সদর দপ্তরে (টিইউএসএএস) ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (২৩ অক্টোবর) রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে এ নিন্দা জানান তিনি।

সম্মেলনের শুরুতে পুতিন বলেন, “সম্মানিত প্রেসিডেন্ট ও সহকর্মীবৃন্দ, কাজান শহরে আপনাদেরকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা খুবই আনন্দিত। তবে সম্মেলন শুরু করার পূর্বে, তুরস্কে সন্ত্রাসী হামলার ঘটনায় আমি সমবেদনা প্রকাশ করছি।”

এদিকে, তুরস্কে সন্ত্রাসী হামলার ঘটনায় আরো নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আজারবাইজান, ফ্রান্স, জার্মানি, কানাডা, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো জোট।

উল্লেখ্য, গতকালের হামলায় এখন পর্যন্ত দুজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই হামলায় নিহত হয়েছেন অন্তত ৫ জন। আহত হয়েছেন আরো ১৪ জন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img

এই বিভাগের

spot_img