রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

যুদ্ধবিরতি শেষে গাজ্জায় আবারও হামলা করা হবে: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

চার দিনের যুদ্ধবিরতি শেষে ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় আবারও হামলা চালাবে বলে হুমকি দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ কথা বলেন।

ইয়োভ গ্যালান্ট বলেন, স্বল্প সময়ের বিরতি শেষ হলে আরও অন্তত দুই মাস হামাসের বিরুদ্ধে তীব্রতর লড়াই চালিয়ে যাবে ইসরাইলের বাহিনী।

ইয়োভ গ্যালান্ট আরও বলেন, সামনের দিনগুলোয় আপনারা যেটা দেখবেন—জিম্মিদের মুক্তি। তবে এটা সংক্ষিপ্ত সময়ের জন্য হবে।

ইসরাইলি সেনাদের উদ্দেশে তিনি বলেন, বিরতির সময় সংঘটিত হতে হবে। এ সময় প্রস্তুতি নিতে, তদন্ত করতে, আরও অস্ত্র সরবরাহ করতে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে।

তিনি আরও বলেন, এটা (যুদ্ধ) একটি চলমান প্রক্রিয়া। কারণ, আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে চাই। জিম্মিদের পরবর্তী দলগুলোর জন্য উদ্দীপনা তৈরি করতে চাই। কেননা, শুধু চাপ প্রয়োগের জেরেই জিম্মিরা আমাদের মাঝে ফিরে আসবে। আশা করা হচ্ছে, আরও অন্তত দুই মাস এ লড়াই চলতে পারে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ