ইরানের প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ রেজা অশতিয়নি বলেছেন, অচিরেই মানুষ ইহুদিবাদী ইসরাইলের পরিপূর্ণ ধ্বংস দেখবে। পশ্চিম এশিয়া অঞ্চলে প্রকৃত নিরাপত্তা আবারও ফিরে আসবে।
গাজ্জা যুদ্ধের ভবিষ্যৎ সম্পর্কে বার্তা সংস্থা ইসনার সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আল-আকসা তুফান অভিযানের ফলে রাজনৈতিক, সামরিক এবং আরও বহু ক্ষেত্রে ইসরাইলের আনুষ্ঠানিক পতন ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে ইসরাইল এবং তাদের মদদদাতারা গাজ্জায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। পরিপূর্ণ পতনোন্মুখ ইসরাইলকে মদদ দিয়ে মার্কিন ও ইউরোপীয়রা ভীষণরকম বিপদ অনুভব করছে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, পশ্চিম এশিয়া বিশ্বের বুকে একটি সংবেদনশীল অঞ্চল। বিশ্ব এ অঞ্চলের দিকে তাকিয়ে থাকে। কেননা এ অঞ্চল থেকেই জ্বালানি সরবরাহ হয়। বিশ্ব অর্থনীতি ওই জ্বালানির ওপর নির্ভরশীল।
সূত্র: পার্সটুডে











