মঙ্গলবার | ২৫ নভেম্বর | ২০২৫

ভারতে মুসলিমরা বৈষম্যের শিকার: মাওলানা আরশাদ মাদানী

ভারতে মুসলিমরা বৈষম্যের শিকার হচ্ছে জানিয়ে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী বলেছেন, কেন্দ্রে বসে থাকা বিজিপি সরকার দেশের উন্নয়নের জন্য কাজ না করে মুসলিম নাগরিকদের অত্যাচার করতেই বেশি ব্যস্ত।

তিনি বলেন, মুসলিম নেতারা বিদেশে উচ্চপদে পৌঁছেছেন। কিন্তু ভারতে যারা এই পদে পৌঁছেছেন, তাদেরকে জেলে পাঠানো হয়। তিনি নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এবং লন্ডনের মেয়র সাদিক খানের কথা উল্লেখ করেন।

মাওলানা মাদানী বলেন, ভারতে একজন মুসলিম কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে পারেন না। যদি কেউ তা করেন, তবে তাকে কারাগারে পাঠানো হয়। আর এর উদাহরণ হলেন আজম খান। আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে হওয়া তদন্তের কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, মুসলিমরা যাতে কখনো মাথা তুলতে না পারেন, তা নিশ্চিত করতে সরকার অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

সূত্র: বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img